শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ঢাকা

১৬ বছরের মানবতাবিরোধী কর্মকাণ্ডের জন্য আ.লীগকে বিচারের আওতায় আনতে হবে

উপজেলা প্রতিনিধি, সাভার ও ধামরাই (ঢাকা)
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫, ০১:১৫ পিএম

শেয়ার করুন:

১৬ বছরের মানবতাবিরোধী কর্মকাণ্ডের জন্য আ.লীগকে বিচারের আওতায় আনতে হবে

বিগত ১৬ বছর ধরে বাংলাদেশে বিরোধী রাজনীতিবীদ ও সাধারণ জনগণের ওপর নিপিড়ন-নির্যাতনসহ অসংখ্য মানবতাবিরোধী কাজের জন্য আওয়ামী লীগকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের মহিষাশী বাজার এলাকায় ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


এসময় তিনি বলেন, গত ১৬ বছর ধরে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার আমলে আমাদের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে। পাশাপাশি সাধারণ জনগণ যারাই এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলেছে তাদের সবাইকেই নির্যাতন-নিপীড়নের শিকার হতে হয়েছে। এমনকি সাংবাদিকরাও স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারেনি। তাদেরকেও হতে হয়েছে ষড়যন্ত্রমূলক মামলার আসামি। তাই যারা এসব ঘৃণিত কর্মকাণ্ড করেছিল তাদেরকে অতি দ্রুত আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাদেরকে বিচারের আওতায় আনতে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই।

আরও পড়ুন

‘জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা’ স্লোগানে লিফলেট বিতরণ

তিনি আরও বলেন, বিএনপি কৃষি ও জনবান্ধব একটি রাজনৈতিক দল। বর্তমানে আমাদের দল দেশের গণতন্ত্র ও সাধারণ জনগণের কথা চিন্তা করে যে ৩১ দফা দিয়েছে সেটির বাস্তবায়নের মাধ্যমেই পুনরায় বাংলাদেশে স্বাধীন গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব। তাই আমি এই ৩১ দফা বাস্তবায়নে আমাদের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সব নেতা-কর্মীদের সবসময় সচেষ্ট থাকার আহ্বান জানাচ্ছি।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরুজের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ধামরাই পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাসুম আহমেদ, সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীন আহমেদ শাওন ভুইয়া, ধামরাই থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক লেহাজ উদ্দিন, ধামরাই পৌর কৃষকদল নেতা সাইদুর রহমান জনি, সানোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা শাহীনুর ইসলাম শাহীনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর