ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন।
শনিবার (১১ জানুয়ারি) সকালে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের আফতাব বিবি মাদরাসা মিলনায়তনে তালিকাভুক্তদের হাতে সহায়তা তুলে দেন প্রধান অতিথি সমাজসেবক অধ্যাপক আবু ইউসুফ।
বিজ্ঞাপন
ফাউন্ডেশনের মহাসচিব হাসান মাহমুদ ফয়সালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ল'ইয়ার্স অ্যাসোসিয়েশন ফেনীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল হক ভুট্টো। সমাজসেবক মাওলানা সানাউল্লাহর সঞ্চালনায় অনুদান হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সমাজসেবক ফজলুল করিম, মাওলানা আতাউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মো, শাহ কামরুজ্জামান ভুঁইয়া প্রমুখ।
ফাউন্ডেশনের মহাসচিব হাসান মাহমুদ ফয়সাল বলেন, ফেনীতে হাজার হাজার মানুষ বন্যায় নিঃস্ব হয়েছে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ১০০ জন হতদরিদ্রকে ৩ হাজার টাকা করে নগদ সহায়তা দিয়েছি। এর আগে আমরা এসব এলাকায় ২ শতাধিক টিউবওয়েল, অর্ধশত মসজিদ মাদরাসায় অজুখানা নির্মাণ করেছি।
প্রতিনিধি/এসএস