শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ঢাকা

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের সহায়তা

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫, ১২:১৪ পিএম

শেয়ার করুন:

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের সহায়তা

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন।

শনিবার (১১ জানুয়ারি) সকালে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের আফতাব বিবি মাদরাসা মিলনায়তনে তালিকাভুক্তদের হাতে সহায়তা তুলে দেন প্রধান অতিথি সমাজসেবক অধ্যাপক আবু ইউসুফ।


বিজ্ঞাপন


thumbnail_20250111_112536

ফাউন্ডেশনের মহাসচিব হাসান মাহমুদ ফয়সালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ল'ইয়ার্স অ্যাসোসিয়েশন ফেনীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল হক ভুট্টো। সমাজসেবক মাওলানা সানাউল্লাহর সঞ্চালনায় অনুদান হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সমাজসেবক ফজলুল করিম, মাওলানা আতাউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মো, শাহ কামরুজ্জামান ভুঁইয়া প্রমুখ।

thumbnail_20250111_111217_(1)

আরও পড়ুন

মোবাইল নেটওয়ার্ক বিড়ম্বনায় ৮ গ্রামের ২০ হাজার বাসিন্দা

ফাউন্ডেশনের মহাসচিব হাসান মাহমুদ ফয়সাল বলেন, ফেনীতে হাজার হাজার মানুষ বন্যায় নিঃস্ব হয়েছে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ১০০ জন হতদরিদ্রকে ৩ হাজার টাকা করে নগদ সহায়তা দিয়েছি। এর আগে আমরা এসব এলাকায় ২ শতাধিক টিউবওয়েল, অর্ধশত মসজিদ মাদরাসায় অজুখানা নির্মাণ করেছি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর