ফরিদপুর সদরের কানাইপুরে প্রতিপক্ষের নির্যাতনে জখম হয়ে ওবায়দুর খান (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকায় নেওয়ার পথে পদ্মা সেতু এলাকায় তিনি মারা গেছেন বলে নিহতের বড় ভাই রাজিব খান জানিয়েছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: পিটিয়ে হত্যার ঘটনায় বাবাসহ ২ ছেলে গ্রেফতার
এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কানাইপুর বিসিক শিল্পনগরী এলাকায় তেলের পাম্পে মোটরসাইকেলের তেল কিনতে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন ওবায়দুরকে তুলে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে বলে নিহতের পরিবারের স্বজনরা জানান।
নিহত ওবায়দুর কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামের বিল্লাল খানের ছেলে।
বিজ্ঞাপন
এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, শুনেছি ওই যুবক পুলিশের সোর্স হিসেবে কাজ করতো। সেই কারণে তার ওপর হামলা হতে পারে। যুবকের মৃত্যুর খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে আছি। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/ এমইউ