কিশোরগঞ্জের হাওরে কি আমের হাহাকার? নাকি আমের মৌসুম নয় বলে এত দাম? তারপরও ১৬০০ টাকা? শুনতে অবাক লাগলেও ঘটনাটি পুরোপুরি সত্যি!
কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা পশ্চিমপাড়া বায়তুল-আমান জামে মসজিদে দানকৃত একটি আম নিলামে বিক্রি হয়েছে ১৬০০ টাকায়।
বিজ্ঞাপন
শুক্রবার (১০ জানুয়ারি) জুম্মা নামাজের আগে এই ব্যতিক্রমী নিলামের ঘটনা ঘটে।
এই নিলামে আমটি কিনে নেন মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহ।
তিনি বলেন, বরকতের জন্যই আমটি কিনেছি। মসজিদের উন্নয়নে এই টাকা খরচ হবে, আর দান করা জিনিস কিনে নেওয়া মানে সওয়াব অর্জন করা।
তবে শুধু আমই নয়, একই নিলামে এক হালি ডিম বিক্রি হয়েছে ২০০ টাকায়! এতে মহল্লার মুসল্লিদের মধ্যে আনন্দ-উল্লাসের যেন অন্ত নেই।
বিজ্ঞাপন
স্থানীয় মুসল্লি আক্তার হোসেন বলেন, প্রতিবার এমন নিলামের আয়োজন করা হয়। কে কত বেশি দামে কিনতে পারে, সেটা নিয়ে মুসল্লিদের মধ্যে আনন্দ আর প্রতিযোগিতা লেগে যায়।
মহল্লার আরেক মুসল্লি মজা করে বলেন, লেবু যদি ৪০০ টাকায় বিক্রি হয় তাহলে আমের দাম ১৬০০ টাকা হওয়াটা তো স্বাভাবিক।
প্রতিবার জুম্মা নামাজের পর মসজিদে দানকৃত জিনিস এমনভাবেই নিলামে তোলা হয়। গত সপ্তাহে একটি লেবু ৪০০ টাকায় বিক্রি হওয়ার ঘটনা ছিল মহল্লার অন্যতম আলোচনার বিষয়।
এই ব্যতিক্রমী নিলামের ধারা শুধু ধর্মীয় সওয়াব অর্জনের পথই নয়, মহল্লার মানুষের মধ্যে এক অদ্ভুত মজার পরিবেশ তৈরি করে। নিলামের ডাকাডাকি, চড়া দাম আর মিষ্টি হাসির মধ্যে মসজিদের উন্নয়নের জন্য অর্থ সংগ্রহের এই পদ্ধতি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে বলছেন মসজিদ কমিটির লোকজন।
প্রতিনিধি/ এজে