বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

বেলকুচিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল খেলার উদ্বোধন

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৫, ০৭:০৬ পিএম

শেয়ার করুন:

loading/img

সিরাজগঞ্জের বেলকুচিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে বেলকুচি উপজেলা যুব সংঘ ক্লাবের আয়োজনে স্থানীয় আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলাটি উদ্বোধন করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া। 


বিজ্ঞাপন


উদ্বোধনী খেলায় প্রথম দিনে যে দুইটি দল খেলায় অংশগ্রহণ করবেন তারা হলেন বগুড়া সদর ক্লাব ও এনায়েতপুর আলী একাডেমি।

বেলকুচি যুব সংঘ ক্লাবের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপির যুগ্ম-আহব্বায়ক অধ্যক্ষ  আব্দুল মান্নান সরকার, বেলকুচি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক  রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন আকন্দ,  উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বণিক সমিতির সাধারণ হেলাল উদ্দিন প্রামাণিক, উপজেলা যুবদলের সাবেক সাধারণ ভিপি মোকলেছুর রহমান, রাজাপুর ইউনিয়ন বিএনপি-র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তুহিন, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কাইয়ুম হোসেন, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বেলকুচি যুব সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক আসমাউল শেখ, সাবেক যুবদল নেতা আইয়ুব আলী, যুবদল নেতা আবু হাশেম, শ্রমিক দল নেতা আবুল হাশেম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শেরিফ আকবর শশী, যুবদল নেতা গোলাম মোস্তফা, জেলা ছাত্রদলের সহ-সভাপতি তারেক আরফান, মনজুর কাদের, ছাত্রদল নেতা, সানোয়ার হোসেন, বাবলু সরকার, শিহাব উদ্দিন মন্ডল প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ শতশত ফুটবলপ্রেমী দর্শকগণ।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন