বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

রাজশাহীতে অ্যালকোহল পানে ৪ জনের মৃত্যু 

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৫, ০৯:৩৬ পিএম

শেয়ার করুন:

loading/img

রাজশাহীতে দেশীয় অ্যালকোহল পানে চার জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন মারা গেছেন মোহনপুর উপজেলায়।

বুধবার (৮ জানুয়ারি) সকাল থেকে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পর্যন্ত তারা মারা যান। মোহনপুর থানার ওসি আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


নিহতরা হলেন- মোহনপুরের দুর্গাপুর গ্রামের টোটন (৪০), একই গ্রামের মোন্তাজ আলী (৪০) ও করিশা গ্রামের জুয়েল (৩৫)। একজন মারা গেছেন রামেক হাসপাতালে। তিনি নওগাঁর মান্দা উপজেলার আতোয়ার হোসেন (৩৫)।

বর্তমানে কয়েকজন রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন- মোহনপুর উপজেলার দুর্গাপুর কাচারিপাড়া গ্রামের আকবর আলী (৪৩), দুর্গাপুর শাহপাড়া গ্রামের ফিরোজ (২৬), দুর্গাপুর মোন্নাপাড়া গ্রামের পিন্টু (২৫) ও দুর্গাপুর খাঁ পাড়া গ্রামের মোনায়েম (২৫)। তারা সাত জন একসঙ্গে অ্যালকোহল পান করেছিলেন।

রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, তারা সবাই অ্যালকোহল পান করেছেন। এরপর অসুস্থ হয়ে পড়া আতোয়ারকে বুধবার দিবাগত রাত ১২টা ৮ মিনিটে হাসপাতালে আনা হয়। এর আট মিনিট পর তিনি মারা যান। পরে আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে।

মোহনপুর থানার ওসি আবদুল হান্নান বলেন, টোটন ও জুয়েল অ্যালকোহল বিক্রি করতেন। অন্যদের সঙ্গে তারাও পান করেছিলেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় মাদক ব্যবসায়ীদের আসামি করা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর