মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

নালিতাবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ১০ আসামিকে গ্রেফতার

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৫, ০৫:৩০ পিএম

শেয়ার করুন:

loading/img

শেরপুরের নালিতাবাড়ীতে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে গ্রেফতার ব্যক্তিদের জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে, বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।


বিজ্ঞাপন


গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বিশগিরিপাড়া গ্রামের লাবলু সাংমা, গোপালপুর গ্রামের নাজিমুদ্দিন, পিঠাপুনি গ্রামের আব্দুস সালাম, সামিদুল, আব্দুল হাকিম, ইছাক আলী, ফিরোজ, হযরত আলী, হাকিম মিয়া ও আজিজুল হক।

পুলিশ জানায়, বিভিন্ন মামলায় তারা ওয়ারেন্টভুক্ত আসামি ছিল। আসামিরা কৌশলে উপজেলাসহ বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা বলেন, গ্রেফতার আসামিদের শেরপুর জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন