জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৫ জুলাই রাতকে ‘কালরাত’ ও ১৭ জুলাইকে ‘শোক দিবস’ করার দাবি জানানো হয়।
বুধবার (৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপাচার্যের সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি দেন গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের নেতারা। সেখানে এ দাবি করা হয়।
বিজ্ঞাপন
এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা ও শেখ রাসেল হলের নাম পরিবর্তনের দাবিও করেছে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন।
গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আবদুর রশীদ জিতু বলেন, ১৫ জুলাই রাত জাহাঙ্গীরনগরের জন্য ভয়ংকর একটি রাত ছিল। নিষিদ্ধ ছাত্রলীগ ওইরাতে নৃশংস হামলা চালিয়েছিল যা জাহাঙ্গীরনগরের ইতিহাসে বিরল। পাশাপাশি ১৭ পুলিশ যে হামলা করেছিল এবং সেই হামলায় জাবি শিক্ষার্থীরা আহত হয়েছিল অনেক। দু’টি দিনকে স্মরণে রেখে আমরা জাবি উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছি।
প্রতিনিধি/এসএস

