পিরোজপুরের মঠবাড়িয়ায় ১১ টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে র্যাব-৮। এ ঘটনায় তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে অভিযুক্ত মহসিন মিয়া ও মেহেদী হাসানকে।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেন বরিশাল র্যাব: ৮-এর কোম্পানি অধিনায়ক মেজর সোহেল রানা।
বিজ্ঞাপন
আরও পড়ুন: লক্ষ্মীপুরে ৩ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা
আটক মো. মহসিন মিয়া (৪৫) উপজেলা সদরের মো. আমজাদ হোসেনের ছেলে এবং মেহেদী হাসান (২৫) উপজেলার বহেড়াতলা গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
এদেরকে এক লাখ ৫০ হাজার টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়। তাদের হেফাজতে থাকা তিনটি গোডাউন থেকে মজুদ করা এসব অবৈধ পলিথিন উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে র্যাব: ৮-এর কোম্পানি অধিনায়ক মেজর সোহেল রানা জানান, গোয়েন্দা নজরদারি ও অভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতোমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে। বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ীরা দেশের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ পলিথিন মজুদ, সংরক্ষণ ও বিভিন্ন প্রকারের ব্যাগ তৈরি করে বাজারজাত করে আসছে, এতে করে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে।
মেজর সোহেল রানা আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে মঠবাড়িয়ায় নিষিদ্ধ পলিথিন মজুদের অভিযোগে দু’জনকে আটক করে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দিয়ে অর্থদণ্ড আদায় এবং পুনরায় এ ধরনের কর্মকাণ্ড না করার জন্য নির্দেশ প্রদান করে ছেড়ে দেওয়া হয়।
প্রতিনিধি/ এমইউ