বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ঢাকা

ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৫, ০১:১৬ এএম

শেয়ার করুন:

ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত আটটায় শহরের গিতাঞ্জলি সড়কের সুপার বার ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট কাজী মো. একরামুল হক আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুর রশিদ বিশ্বাস।


বিজ্ঞাপন


Jhenidha-barআরও উপস্থিত ছিলেন- সহসভাপতি অ্যাডভোকেট কাজী মো. আলাউল হক, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রিয়াজুল ইসলাম রিয়াজ, হিসাব নিরীক্ষক অ্যাডভোকেট মো. আশরাফুল আলম, সাহিত্য সংস্কৃতি ও প্রযুক্তি সম্পাদক অ্যাডভোকেট মো. মুশফিকুর ওয়ালিদ ইমরোজ, ক্রীড়া ও প্রমোদ সম্পাদক অ্যাডভোকেট মো. আনোয়ারুল কবির, ধর্মীয় ও আপ্যায়ন সম্পাদক মো. মোর্শেদ ইমাম-সহ সদস্য পদে নির্বাচিত অ্যাডভোকেট মো. মোশাররফ হোসেন, অ্যাডভোকেট মো. দবির হোসেন, অ্যাডভোকেট মো. আবু তালেব, অ্যাডভোকেট মো. আবু তৈয়েব, অ্যাডভোকেট মো. শামসুজ্জামান লাকি, অ্যাডভোকেট খান মো. আবুল বাসার স্বপন, অ্যাডভোকেট সাবিনা ইয়াসমিন, অ্যাডভোকেট ইহসান উল্লাহ এবং অ্যাডভোকেট সরদার মো. মনিরুল ইসলাম মিল্টন।

শপথ বাক্য পাঠ করান সাবেক সভাপতি অ্যাডভোকেট ইসমাইল হোসেন। আরও উপস্থিত ছিলেন- সিনিয়র আইনজীবি ও বর্তমান পিপি অ্যাডভোকেট এএসএম মশিউর রহমান।

প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর