শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্যবসায়ী নেতা সাব্বির হত্যা মামলায় খালাস পেলেন আলোচিত জাকির

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ 
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৫, ০১:৪২ পিএম

শেয়ার করুন:

ব্যবসায়ী নেতা সাব্বির হত্যা মামলায় খালাস পেলেন আলোচিত জাকির

নারায়ণগঞ্জে ব্যবসায়ী নেতা বিকেএমইএর সাবেক সহসভাপতি সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় বেকসুর খালাস পেয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান।

মঙ্গলবার (৭ জানুয়ারি) নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম এ তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


এদিকে মামলায় বেকসুর খালাস পাওয়ার খবরে আদালত পাড়ায় আনন্দ মিছিল করছেন জাকির খানের নেতাকর্মীরা। মামলার শুনানিকে কেন্দ্র করে সকাল থেকে আদালত পাড়ায় জড়ো হন হাজির খানের হাজারও সমর্থক।

আরও পড়ুন

ঝালকাঠিতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সর্বমোট ৩৩টি মামলা আদালতে বিচারাধীন ছিল। এর মধ্যে ৩০টি মামলায় ইতোমধ্যে খালাস পেয়েছিলেন জাকির খান। বাকি তিনটি মামলার মধ্যে দু’টিতে জামিনে আছেন তিনি। নারায়ণগঞ্জের ব্যাবসায়ী নেতা সাব্বির হত্যা মামলায় খালাস পাওয়ার পর তার মুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম রবি জানান, আলহামদুলিল্লাহ, তিনি বেকসুর খালাস পেয়েছেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর