মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা আটক

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৫, ১০:৩৬ পিএম

শেয়ার করুন:

বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা আটক

দেশত্যাগের সময় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আল আমিন সরকারকে ঢাকা শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) বিকেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে সোমবার (৬ জানুয়ারি) উল্লাপাড়া থানায় হস্তান্তর করে।


বিজ্ঞাপন


উল্লাপাড়া থানার ওসি রাকিবুল হাসান বলেন, সাবেক চেয়ারম্যান আল আমিন সরকার বিদেশে পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন। আজ দুপুরে তাকে উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়। আগামীকাল সকালে তাকে আদালতে পাঠানো হবে। তার নামে আগের বেশ কয়েকটি মামলা আছে’ বলেও তিনি উল্লেখ করেন ।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর