পুলিশের পৃথক দুই অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মনোহরদী উপজেলা সভাপতি ইমন আলম (২৮) এবং আশরাফুল ইসলাম রিপন(২০) কে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৫ জানুয়ারি) দিবাগত রাতে মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের মুন্সি বাজার এলাকা থেকে আশরাফুল ইসলাম রিপন এবং নরসিংদী উপজেলা থেকে ইমন আলম গ্রেফতার কারা হয়েছে।
বিজ্ঞাপন
গ্রেফতার হওয়া ইমন আলম মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের রজ বল্লবকান্দীর আব্দুল কাদিরের ছেলে এবং আশরাফুল ইসলাম রিপন একই ইউনিয়নের মৃত রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, রোববার দিবাগত মনোহরদী উপজেলার গোতাশিয় ইউনিয়নের মুন্সি বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালান করতেছে সংগঠনের নেতাকর্মীরা এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে উপস্থিত নেতাকর্মীরা পালিয়ে গেলেও আশরাফুল ইসলাম রিপন পুলিশের হাতে আটক হয়।
এছাড়া মনোহরদী এবং নরসিংদী সদর থানা পুলিশের যৌথ অভিযানে নরসিংদী সদর এলাকা থেকে ছাত্রলীগের মনোহরদী উপজেলা সভাপতি ইমন আলমকে গ্রেফকার করা হয়েছে। পরে সদর থানা পুলিশ ইমনকে মনোহরদী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
মনোহরদী থানার ওসি মো. আব্দুল জব্বার বলেন, গ্রেফকারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মী। গ্রেফতারের পর তাদেরকে সন্ত্রাস দমন আইনের মামলায় কোর্টে প্রেরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে