বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

সিরাজগঞ্জে সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসসহ ৫৬ জনের নামে মামলা

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৫, ০৬:১৪ পিএম

শেয়ার করুন:

loading/img

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে বেলকুচি থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। ঘটনার ১১ বছর পর রোববার রাতে বিস্ফোরক দ্রব্য আইনের ধারায় মামলাটি করেন বেলকুচি পৌরসভার জাতীয়তাবাদী যুবদলের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার।

এতে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, তার স্ত্রী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আশানুর বিশ্বাস, তার ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান লাজুক বিশ্বাস এবং তাদের আত্মীয় বেলকুচি পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক সাজ্জাদুল হক রেজাসহ ৫৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।


বিজ্ঞাপন


মামলার তদন্তকারী কর্মকর্তা বেলকুচি থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম বলেন, ‘গত ২০১৩ সালের ২৭ নভেম্বর বেলকুচির মুকন্দগাঁতী বাজারে বিএনপির কর্মসূচিতে হামলার বিষয়টি উল্লেখ করেন বাদী। সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসের আদেশে বিএনপির কর্মসূচিতে হামলা করা হয়। এসময় বাদী হালিম, জুলহক ও কিবরিয়াসহ তিনজনকে গুলি করা হয়। দীর্ঘদিন উপযুক্ত পরিবেশ না পেয়ে মামলা করতে বিলম্ব হয়েছে বলে মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন। রোববার রাতে মামলাটি রেকর্ড করা হয়েছে।’

এদিকে মামলার আগেই সাবেক মন্ত্রী বিশ্বাসকে রোববার দুপুরে বেলকুচির কামারপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে যৌথবাহিনী। এনায়েতপুর থানার ১৫ পুলিশ হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখায় পুলিশ। এরপর আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জের পুলিশ সুপার ফারুক হোসেন জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৪ আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা ও ১৫ পুলিশ সদস্য হত্যার ঘটনা ঘটে। সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসকে ওই ঘটনায় দায়েরকৃত মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন