সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

নীলফামারী জেলা কারাগারে হাজতির মৃত্যু

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৫, ০৩:৩২ পিএম

শেয়ার করুন:

loading/img

নীলফামারী জেলা কারাগারের হাজতি আসামি জাহিদুল ইসলাম (৪০) নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

সোমবার (৬ জানুয়ারি) নীলফামারী কারাগারের সুপার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


কারাগার সুপার জানান, হাজতি আসামি জাহিদুল ইসলাম সকাল ১০টা দিকে অসুস্থতা বোধ করলে কারা হাসপাতালে তাৎক্ষণিকভাবে চিকিৎসা প্রদান করা হয়। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় কারা হাসপাতালের সহকারি সার্জনের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য নীলফামারীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। কারা কর্তৃপক্ষ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে, জাহিদুল ইসলাম ০১ নভেম্বর ২০২৪ তারিখে ডিমলা থানার মাদক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। তিনি ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই এলাকার নওশের আলীর ছেলে।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন