নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উদযাপন করায় টাঙ্গাইলের ভূঞাপুরে হাসান আলী (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) সকালে তাকে টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করেছে ভূঞাপুর থানা পুলিশ।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা গ্রেফতার
এর আগে ৫ জানুয়ারি (রোববার) রাতে হাসান আলীকে পৌর শহরের ছাব্বিশা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হাসান উপজেলা পৌর শহরের ছাব্বিশা গ্রামের হামেদ আলী খানের ছেলে। তিনি ছাত্রলীগের সমর্থক।
আরও পড়ুন: শেরপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৪ জানুয়ারি) নিষিদ্ধ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। সে দিন রাতে ইবরাহীম খাঁ সরকারি কলেজ ছাত্রলীগের বেশ কয়েকজন কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে এবং তার ভিডিও ফেসবুকে পোস্ট করে। যা পরে ভাইরাল হয়।
এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। এ ধরনের খবর পেয়ে অভিযান চালালে - সে সময় তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সমর্থক হাসানের নামে নাশকতার মামলা থাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সোমবার সকালে টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ

