বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঝিনাইদহে মোচিক শ্রমিক ইউনিয়নের ভোট গণনা শুরু

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৫, ০৪:৩৫ পিএম

শেয়ার করুন:

loading/img

উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত দক্ষিণবঙ্গের ভারি শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন।

রোববার (৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে।


বিজ্ঞাপন


thumbnail_Jhenidah_sugar_mill_vote_02

এই নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ২ পদের বিপরীতে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, সহ-সাধারণ পদে ২ পদের বিপরীতে ৫ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ৩ জন, দফতর সম্পাদক পদে ২ জন, প্রচার সম্পাদক পদে ৩ জন ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ১২ জন সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৯ জন।

আরও পড়ুন

যমুনা রেল সেতুতে একযোগে ১২০ কিলোমিটার গতিতে চলল দুই ট্রেন

দীর্ঘ ৮ বছর পর মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিগত সরকারের আমলে সাধারণ শ্রমিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। জোরপূর্বক কমিটি গঠন করা হয়েছে। এবার দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে শ্রমিকরা তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারবে বলে জানান সাধারণ শ্রমিকরা।


বিজ্ঞাপন


Jhendiah_sugar_mill_vote_03

এদিকে দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে মিলের হাউজ ও বিদ্যুৎ বিভাগে সদস্য পদে রিয়াজ উদ্দিন ও ওয়ার্কসপ ও বয়লিং হাউজের সদস্য পদে ফারুক হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিরন্ময় বিশ্বাস জানান, সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন