মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ঢাকা

পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৫, ০৪:২৫ পিএম

শেয়ার করুন:

loading/img
ছাত্রলীগ নেতা সুমিত সরকার

পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সুমিত সরকার (২২) পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

শনিবার (৪ জানুয়ারি) সুমিত গ্রেফতার হলেও রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ নিহার রঞ্জন দাস।


বিজ্ঞাপন


গ্রেফতার হওয়া সুমিত সরকার নরসিংদী পলিটেকনিক ইন্সটিটিউটের কম্পিউটার বিভাগের ৮ম পর্বের শিক্ষার্থী এবং একই প্রতিষ্ঠানের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
সুমিত গাজীপুরের কালিগঞ্জ এলাকার রাজকুমার সরকারের ছেলে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ জানান, শনিবার সেমিস্টারের পরীক্ষা শেষে হল থেকে বের হওয়ার পর পুলিশ সুমিতকে গ্রেফতার করে নিয়ে যায়, এমন খবর তার সহপাঠীদের মাধ্যমে তিনি পান। সংবাদ পাওয়ার পর তিনি পুলিশকে ফোন করলে তারা জানান, বিষয়টি রাজনৈতিক।

তবে এ ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ ছাত্রদলের একাধিক নেতাকে ফোন করলেও তারা রিসিভ করেননি।

নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন বলেন, সুমিত পরীক্ষা শেষে হল থেকে বের হয়ে বাসায় ফেরার সময় ছাত্রদলের নেতা-কর্মীরা তার পথ আটকে তাকে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেন।


বিজ্ঞাপন


নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন। সুমিত গত ২ জানুয়ারি ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণ করেছিলেন। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে। তবে ছাত্রদল নেতা-কর্মীরা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে, এমন কথা সঠিক নয়।

প্রতিনিধি/একেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর