বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আগুনে পুড়ে ছাই কয়েকশ পাখি

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৫, ০৩:২২ পিএম

শেয়ার করুন:

আগুনে পুড়ে ছাই কয়েকশ পাখি

ময়মনসিংহের হালুয়াঘাটে দোকানে আগুন লেগে কয়েকশ পাখি, হাঁস ও মুরগি পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ধারা বাজারে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: কালীগঞ্জে মেছো বিড়াল হত্যায় গ্রেফতার ২

পরে ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

হালুয়াঘাট ফায়ার স্টেশনের টিম লিডার মো. মানিক এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন: রংপুরে হিমালিয়ান গৃধিনী শকুন উদ্ধার


বিজ্ঞাপন


তিনি বলেন, দীর্ঘ দিন ধরে ধারা বাজারে দু’টি দোকানে কোয়েল পাখি, হাঁস ও মুরগি লালন-পালন করতেন এরশাদ। এখানে বাচ্চা উৎপাদন করে বিক্রি করা হতো। রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। তখন আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে সঙ্গে থাকা তার আরেকটি দোকানেও আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই পুড়ে ছাই হয়ে যায় কয়েকশ পাখি ছাড়াও হাঁস ও মুরগির বাচ্চা। এছাড়া ডিম থেকে বাচ্চা ফোটানোর ইনকিউবেটর মেশিনটিও পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান তিনি।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর