মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ঢাকা

দিনাজপুর মেডিকেলের চতুর্থ তলা থেকে লাফ দিয়ে রোগীর মৃত্যু

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৫, ০৯:৫৩ পিএম

শেয়ার করুন:

দিনাজপুর মেডিকেলের চতুর্থ তলা থেকে লাফ দিয়ে রোগীর মৃত্যু

দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের চতুর্থতলা থেকে লাফ দিয়ে দিবাকর দাস (৪৮) নামে এক রোগী আত্মহত্যা করেছে।

শনিবার (৪ জানুয়ার‌ি) বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের মেডিসিন ওয়ার্ডে এই ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


দিবাকর দাস বীরগঞ্জ উপজেলার সুজালপুর মাষ্টারপাড়া গ্রামের সীতানাথ দাসের ছেলে। 

দিনাজপুর কোতয়ালী থানার এসআই মনিরুজ্জামান স্বজনদের বরাত দিয়ে জানান, দিবাকর দাস কয়েক দিন আগে মাথার সমস্যা নিয়ে বীরগঞ্জ হাসাপাতালে ভর্তি হন। সেখান থেকে  চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য গত ২ জানুয়ারি দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করেন। পরে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। মাথার যন্ত্রনা সইতে না পেরে তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন।

 শনিবার বিকেলে ওই অবস্থায় তিনি চতুর্থ তলায় মেডিসিন ওয়ার্ডের বেলকনিতে গিয়ে লাফ দেন। এতে তিনি নিচে পড়ে মারা যান। 

হাসাপাতাল কর্তৃপক্ষ ও তার পরিবারের লোকজন দিবাকর দাস আত্মহত্যা করেছেন মর্মে নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর