মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ঢাকা

ফেনীতে চোরাচালান বিরোধী অভিযানে ২৫ লাখ টাকার মালামালসহ যুবক আটক

জেলা প্রতিনিধি, ফেনী 
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৫, ০৯:০৪ পিএম

শেয়ার করুন:

ফেনীতে চোরাচালান বিরোধী অভিযানে ২৫ লাখ টাকার মালামালসহ যুবক আটক

ফেনীতে চোরাচালান বিরোধী অভিযানে ২৫ লক্ষাধিক টাকার মালামালভর্তি একটি পিক-আপসহ এক যুবককে আটক করেছে বিজিবি। 

শনিবার (৪ জানুয়ারি) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকার ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার দেবপুর, কেতরাংগা এবং অলিনগর বিওপির সীমান্তবর্তী অংশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটককৃত মো. জামাল হোসেন (৩৫), ছাগলনাইয়া উপজেলার জয়নগর এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে।


বিজ্ঞাপন


এসময় তার সঙ্গে থাকা বিপুল পরিমাণ ভারতীয় থ্রিপিস, টি-শার্ট, রসুন এবং পিক-আপটি জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানী মালামালগুলোর আনুমানিক বাজার মূল্য ২৫ লাখ ৬১ হাজার ৭৫০ টাকা।

ফেনীস্থ ৪ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধের জন্য বিজিবি এই অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখবে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর