মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ঢাকা

চাঁদপুরে জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের নতুন কমিটি

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৫, ০৮:৩৯ পিএম

শেয়ার করুন:

চাঁদপুরে জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের নতুন কমিটি
আহ্বায়ক মেহেদী হাসান রাফি (বামে) এবং সদস্য সচিব আবু বকর সিদ্দিক (ডানে)

জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার এগারো সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে, মেহেদী হাসান রাফিকে আহ্বায়ক ও আবু বকর সিদ্দিককে সদস্য সচিব করা হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন’র কেন্দ্রীয় পরিষদের সভাপতি মাসুদ রানা জুয়েল ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ এর উপস্থিতিতে এবং তাদের স্বাক্ষর করার মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।


বিজ্ঞাপন


নতুন কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান হৃদয়, জমির সরকার, মোহাম্মদ তৌফিকুল ইসলাম, মহসিন বেপারী, সদস্য মোহাম্মদ আলাউদ্দিন হোসেন, 
আবদুল মালেক, জাহিদুল ইসলাম শুভ, সাইদুর রহমান হিমেল, মোহাম্মদ  ফাহিম খান প্রমুখ।

নব গঠিত কমিটিতে জেলার আহ্বায়ক মেহেদী হাসান রাফি জানান, নতুন ধারার সুস্থ সুন্দর রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের যাত্রা শুরু। দলকে গতিশীল করার লক্ষ্যে আগামী (৪৫) পয়তাল্লিশ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

সদস্য সচিব আবু বকর সিদ্দিক বলেন, শিক্ষাই উন্নতি-অগ্রগতির চাবিকাঠি এবং ছাত্ররাই একটি জাতির ভবিষ্যৎ। কোনো দেশের সামগ্রিক উন্নতি-অগ্রগতি নির্ভর করে সে দেশের সঠিক নেতৃত্বের উপর। একজন দক্ষ সংগঠক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে দক্ষ পরিচালকের ভূমিকা পালন করবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন (এনডিএম)।

/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর