মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ঢাকা

কক্সবাজারে কোস্টগার্ডের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, নিহত ১

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৫, ০৭:১১ পিএম

শেয়ার করুন:

মাদককারবারিদের সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলিতে নিহত ১
শাহপরীর দ্বীপের কাছাকাছি নাফনদীর গোলার চরে এই ঘটনা ঘটে।

কক্সবাজারের নাফ নদীতে কোস্টগার্ডের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। 

শনিবার (৪ ডিসেম্বর) সকালে শাহপরীর দ্বীপের কাছাকাছি নাফনদীর গোলার চরে এই ঘটনা ঘটে। গোলাগুলির পর উদ্ধার করা হয়েছে মাদক ও অস্ত্র, এবং আটক করা হয়েছে ১৬ জন দুর্বৃত্তকে।


বিজ্ঞাপন


কোস্টগার্ডের টেকনাফ স্টেশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শনিবার ভোরে টেকনাফের শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় মিয়ানমার থেকে আসা একটি সন্দেহজনক ট্রলার শনাক্ত করে কোস্টগার্ড। ট্রলারটি থামার নির্দেশ পেয়ে অতর্কিতভাবে কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে কোস্টগার্ড সদস্যরা পাল্টা গুলি চালায়। গোলাগুলির মধ্যে একজন মাদক কারবারি নিহত হন। পরে কোস্টগার্ড ট্রলারটি ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।

গোলাগুলির পর কোস্টগার্ডের সদস্যরা ১৬ জনকে আটক করে, যাদের মধ্যে ১১ জন বাংলাদেশি এবং ৫ জন রোহিঙ্গা। উদ্ধার করা হয়েছে তিনটি অস্ত্র এবং ১০ হাজার পিস ইয়াবা। নিহত মাদক কারবারির পরিচয় মোসলেহ উদ্দিন (৫০), তিনি ভোলা জেলার চরফ্যাশন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকরা জানিয়েছেন, নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালে আনার আগেই মারা গেছেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় কোস্টগার্ড মামলার প্রস্তুতি শুরু করেছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


এ ঘটনায় কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক চোরাচালান রোধে কার্যক্রম জোরদার করেছে।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর