নেত্রকোনার বিভিন্ন থানা এলাকা থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত থেকে শনিবার (৪ জানুয়ারি) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
এরমধ্যে নেত্রকোনা সদর মডেল থানায় ৪ জন, খালিয়াজুরীতে ৪ জন ও মদন থানায় ৩ জনসহ মোট ১১জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে তাদের আাদালতে সোপর্দ করা হয়।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতদের মধ্যে খালিয়াজুরীতে- উপজেলা ছাত্রলীগে যুগ্ন আহ্বায়ক রাজেশ্বর দেবনাথ(৩২), ছাত্রলীগ কর্মী সাগর কর (২৬), আওয়ামী লীগ কর্মী আব্দুল হেকিম (৫০) ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফকরুল হক (৫২)।
মদনে গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো. আব্দুল্লাহ, মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগের সদস্য মোশাইফ হোসেন প্রিয়ম ও কাইটাইল ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাজমুল হক।
বিজ্ঞাপন
গ্রেফতার ব্যক্তিরা হলেন, সদর উপজেলার মদনপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ তোফায়েল আহমেদ তুষার (২৮), জেলা ছাত্রলীগের উপ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মিজানুর রহামন প্রান্ত (৩২), ছাত্রলীগ কর্মী সুজয় খান (৩৩) ও সাকিব হাসান খান হাসিব (৩০)।
জানা গেছে, গত শুক্রবার ভোরে জেলা শহরে ঝটিকা মিছিল করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে অভিযান চালিয়ে সংগঠনের ৬ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
এরপর থেকেই জেলাজুড়ে গ্রেফতার অভিযান শুরু করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, গ্রেফতার ব্যক্তিদের দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য: এরআগে গত শুক্রবার ভোরে ঝটিকা মিছিল করার পর অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে আটক করে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠায় পুলিশ।
প্রতিনিধি/এজে