মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ঢাকা

ঠাকুরগাঁওয়ে আখক্ষেত থেকে মাথার কঙ্কাল উদ্ধার

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৫, ০৬:২৮ পিএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁওয়ে আখক্ষেত থেকে মাথার কঙ্কাল উদ্ধার

ঠাকুরগাঁওয়ে আখক্ষেত থেকে মানুষের মাথার কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এসময় মাথার খুলির পাশ থেকে জুতা, পাঞ্জাবিও উদ্ধার করা হয়।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের ঝাপড়তলী ঈদগাহ ময়দানের পাশে আখক্ষেত থেকে এসব উদ্ধার করে পুলিশ।


বিজ্ঞাপন


ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেইলকে বলেন, প্রথমে স্থানীয়রা মাথার কঙ্কাল দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথার কঙ্কাল জুতা ও পুরাতন পাঞ্জাবি উদ্ধার করে। 

তিনি বলেন, ইউনিয়নের ঝাপড়তলী হাফিজিয়া মাদরাসা থেকে গত ৩০ শে নভেম্বর শনিবার নোমান ইসলাম ( ১২) নামে একটি শিশু হারিয়ে যায়। এ বিষয়ে গত ১২ ডিসেম্বর তারিখে ঠাকুরগাঁও সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়। লাশের অংশ বিশেষ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট এলে প্রকৃত ঘটনা জানা যাবে এই মাথার কঙ্কালটি সেই হারানো শিশুটির কিনা। 

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর