নেত্রকোনার কলমাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. খোকন (৫০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় উত্তোলন বালু জব্দ করা হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলার রংছাতি ইউনিয়নের শালিকাবাম নামক এলাকায় ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসয়ম বালু উত্তোলনের দায়ে জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। অর্থদণ্ড পাওয়া মো. খোকন উপজেলার সদর ইউনিয়নের চিনাহালা গ্রামের রহমত আলীর পুত্র।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার রংছাতি ইউনিয়নের শালিকাবাম নামক এলাকায় ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। এ খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম বিকেলে সেখানে অভিযান চালান। পরে সেখানে বালু উত্তোলন করা অবস্থায় খোকনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেন। সেই সঙ্গে ভবিষ্যতে এমন কাজ না করার বিষয়ে মুচলেকা দেন তিনি। সেই সঙ্গে উত্তোলনকৃত বালু জব্দ করা হয়।
কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আনুমানিক ৫০০ ঘনফুট সিলেকশন বালু ও ১২০০ ঘনফুট বিট বালু জব্দ করা হয়েছে। জব্দকৃত বালু নিলামে বিক্রি করার পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
প্রতিনিধি/এজে