মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ঢাকা

বগুড়ায় সপ্তাহব্যাপী এসএমই মেলার উদ্বোধন

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৫, ০৬:১৭ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় সপ্তাহব্যাপী এসএমই মেলার উদ্বোধন

বগুড়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বিভাগীয় এসএমই পণ্যমেলা।

শনিবার (৪ জানুয়ারি) বিকেল ৪ টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।


বিজ্ঞাপন


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা ও এসএমই ফাউন্ডেশন, ঢাকার উপমহাব্যবস্থাপক আব্দুস সালাম সরদার।

এসএমই ফাউন্ডেশন প্রতি বছর অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিক্রি, প্রচার ও প্রসার, এবং দেশ-বিদেশের ক্রেতাদের সাথে যোগাযোগ ও সংযোগ স্থাপনে সহায়তা প্রদানের লক্ষ্যে বিভাগীয় ‘এসএমই পণ্যমেলা’ আয়োজন করে। এবারের মেলায় মোট ৬০টি স্টল অংশগ্রহণ করেছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর