মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ঢাকা

ফেনীতে নিজ গৃহ থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৫, ০৪:১৩ পিএম

শেয়ার করুন:

ফেনীতে নিজ গৃহ থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের দারোগা বাড়ি থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে ওই বৃদ্ধার নিজ ঘরের কেউ প্রবেশ করে তাকে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ ও প্রতিবেশীরা।


বিজ্ঞাপন


নিহত বৃদ্ধার নাম সামছুন নাহার বেগম (৮৯)। তিনি কাজীরবাগ দারোগা বাড়ির মৃত আবদুল খালেকের স্ত্রী।

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে পৃথক দুর্ঘটনায় চাচা ও ভাতিজি নিহত

স্থানীয় ও প্রতিবেশীরা জানান, সামছুন নাহার পরিবারের সঙ্গে ওই ঘরেই বসবাস করতেন। বয়স ৮৯ হলেও তিনি নিজেই হাঁটাচলা করতে পারতেন। গত কয়েকদিন আগে পরীক্ষা শেষ হওয়ার পর সামছুন নাহারের ছেলে বউ ও নাতিরা বেড়াতে যায়। শুক্রবার দিবাগত রাতে ওই ঘরে বৃদ্ধা একাই ছিলেন। সকালে ঘরের দরজা খোলা দেখে প্রতিবেশীরা ভেতরে ঢুকে বৃদ্ধার মরদেহ দেখতে পায়।

ফেনী মডেল থানার পুলিশ পুরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ডই মনে হচ্ছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। এ ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নিয়ে আসা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর