গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
শুক্রবার (৩ জানুয়ারি) রাত ৮টার দিকে জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তারা।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা গ্রেফতার
শনিবার (০৪ জানুয়ারি) স্থানীয় গণমাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করেছে।
এর আগে শুক্রবার সমাধিতে পৌঁছে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় ছাত্রলীগের নেতাকর্মীদের। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহত পরিবারের সদস্যদের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
আরও পড়ুন: শেরপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার
বিজ্ঞাপন
শ্রদ্ধা নিবেদনের সময় আতাউর রহমান পিয়ালসহ আরও সাতজনকে দেখা গেছে। তবে তাদের মুখ ঢাকা থাকায় কাউকে চেনা সম্ভব হয়নি।
প্রতিনিধি/ এমইউ