কনকনে হাড় কাঁপানো শীতে জনজীবন জবুথবু। বিত্তবানরা শীতের ভালো কাপড়চোপড় কিনতে পারলেও সমাজের ছিন্নমূল ও হতদরিদ্র মানুষ কিনতে পারে না শীতের কাপড়। তাদের শীতের কষ্ট নিবারণে দিনমজুর, ভ্যানচালক ও ফুটপাতে থাকা ভবঘুরে মানুষের মাঝে রাতের আঁধারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. পপি খাতুন।
গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত ভূঞাপুর পৌর শহরের ভূঞাপুর বাসস্ট্যান্ড, নতুন কাঁচা বাজার, গনেশ মোড়, গোবিন্দাসী টি মোড়, ফেরিঘাট এলাকায় ঘুরে ঘুরে তিনি শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করেন।
বিজ্ঞাপন
কম্বল পেয়ে গোবিন্দাসী ফেরিঘাটের রহিম মণ্ডল, কাদের মিয়া ও রেবেকা বেগম বলেন, কয়েকদিন ধরে শীতে অনেক কষ্ট করতেছি। তাছাড়া নদীপাড়ে বসবাস করি। সামর্থ্য না থাকায় শীতের পোশাক কিনতে পারি না। বাড়িতে লোকজনের শব্দ পেয়ে দরজা খুলে দেখি আমাদের ইউএনও স্যার কম্বল নিয়ে হাজির হয়েছেন। এই কম্বল পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। শীতে কষ্ট করতে হবে না।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন জানান, জেলা প্রশাসক স্যারের দিক-নির্দেশনায় সমাজের সুবিধাবঞ্চিত অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে গত বৃহস্পতিবার রাতে উপজেলার পৌর শহর ও গোবিন্দাসী টি-রোড এলাকায় প্রায় ৩০০ জনকে শীতবস্ত্র কম্বল প্রদান করা হয়েছে। শীতে তাদের পাশে দাঁড়াতে পেরে অনেক ভালো লাগছে। আরও কম্বলের জন্য আবেদন করা হয়েছে। সেগুলোর বরাদ্দ আসেনি। শীতে এই শীতবস্ত্র কম্বল বিতরণ কার্যক্রম ও এই মানবিক কাজ অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস
বিজ্ঞাপন