বরিশালের গৌরনদীতে বাস চাপায় এক মোটরসাইকেল চালক নিহত এবং আরোহী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভূরঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
দুর্ঘটনায় নিহত রিফাত হোসেন (৩৮) জেলার হিজলা উপজেলার গোবিন্দপুর গ্রামের বাবুল চৌধুরীর ছেলে। আহত আমানউল্লাহ (৩১) মোটরসাইকেলটির আরোহী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহণের একটি বাস বেপরোয়া গতিতে গৌরনদীর ভূরঘাটা এলাকা অতিক্রম করছিল। এ সময় বাসটি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রিফাত হোসেন নিহত হন এবং গুরুতর আহত হন আরোহী আমানউল্লাহ।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, বাসটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/একেবি
বিজ্ঞাপন

