মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

বাঁশখালীর ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৮ জনকে জরিমানা

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ০৪ জুন ২০২২, ০১:২০ পিএম

শেয়ার করুন:

loading/img

চট্টগ্রামের বাঁশখালীর সরল, কালীপুর ও শীলকূপ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ চেয়ারম্যান প্রার্থী ও ১৫ সদস্য প্রার্থীকে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৪ জুন) দুপুরে এ তথ্য জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।


বিজ্ঞাপন


তিনি বলেন, নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে বিধি বহির্ভূতভাবে সড়ক সংস্কার, রাত ৮টার পর মাইক ব্যবহার, দেয়ালে পোস্টার লাগানো, তোরণ নির্মাণ ও আলোকসজ্জা করার অভিযোগ উঠে তিন চেয়ারম্যান প্রার্থীসহ ১৮ জনের বিরুদ্ধে।

ফলে শুক্রবার রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এই তিন ইউনিয়নে অভিযান চালানো হয়। অভিযানে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ ইউপি চেয়ারম্যান প্রার্থী ও ১৫ জন সদস্য প্রার্থীকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি মানাতে নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

আইকে/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর