ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঢাকার মিরপুর-১০ নম্বর থেকে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে কে বা কারা আরিফকে তুলে নিয়ে যায় বলে পরিবারের অভিযোগ।
বুধবার (১ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পিঠাসূতা চৌরাস্তা সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
বিজ্ঞাপন
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম আরিফুর রহমানের (৪৮)। তিনি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কেরোয়া ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার)।
এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান বলেন, সকালে সড়কের পাশের ক্ষেতে মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি বলেন, নিহতের বাম চোখের ওপর ও নাকে চামড়া ছিলে যাওয়ার চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে যে অন্য কোথাও হত্যার পর ভোরে তাকে এখানে ফেলে পালিয়েছে হত্যাকারীরা।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ