মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

বাঁশখালীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, গ্রেফতার ২

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ০৪ জুন ২০২২, ১২:৪৪ পিএম

শেয়ার করুন:

loading/img

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা লেয়াকত আলী তালুকদারের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় জাহেদ ও মুজিব নামে দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন শনিবার (৪ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


ওসি জানান, শুক্রবার বিকেলে সরল ইউনিয়নের মিনজীরতলা এলাকায় মোটরসাইকেল প্রতীকের প্রার্থী লেয়াকত আলী তালুকদারের নির্বাচনি প্রচারে হামলার ঘটনা ঘটে। হামলায় লেয়াকতসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৫ জন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। বাকিদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ওসি আরও জানান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনি প্রচারে হামলার ঘটনায় প্রার্থীর ছেলে চারজনকে আসামি করে মামলা করেছেন। আমরা শুক্রবার রাতেই অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছি। অপর দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

হামলার ঘটনায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রশিদ আহমদ চৌধুরীর সমর্থকদের দায়ী করেছেন লিয়াকত আলীর ছেলে মুরসালিন ওসামা। তিনি বলেন, ‘শুক্রবার বিকেলে বাবার নির্বাচনি প্রচার চলাকালে হাকিমিয়া মাদরাসার সামনে নৌকা মার্কার প্রার্থীর একটি মোটর শোভাযাত্রা আসতে দেখা যায়। তখন আমরা এক পাশ দিয়ে তাদের যাওয়ার সুযোগ করে দিই। কিন্তু ওরা চলে গিয়ে পেছন থেকে এসে আমাদের গণসংযোগে লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে। একপর্যায়ে সামনে এসে আমার বাবার ওপর হামলা করে। এসময় বাবাকে সেফ করতে যাওয়ায় আমাদেরও মারধর করে। এতে আমাদের ১০ জনের মতো আহত হয়েছেন। এদের মধ্যে ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

তবে অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী রশিদ আহমদ চৌধুরী বলেন, ‘৫ নম্বর ওয়ার্ডে মিটিংয়ে যাওয়ার সময় তাদের সঙ্গে দেখা হয়েছে। আমরা রাস্তার একপাশ দিয়ে তাদের ক্রস করছি। হামলা বা মারধরের কোনো ঘটনা তো ঘটেনি। মিটিং থেকে ফিরে শুনি মারধরের ঘটনা। এর বাইরে আমি কিছুই জানি না।’


বিজ্ঞাপন


আইকে/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন