মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে বেশির ভাগই শিক্ষার্থী চাহিদা অনুযায়ী বই পায়নি

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৫, ০৩:৪৯ পিএম

শেয়ার করুন:

চাঁপাইনবাবগঞ্জে বেশির ভাগই শিক্ষার্থী চাহিদা অনুযায়ী বই পায়নি

চাঁপাইনবাবগঞ্জে বেশির শিক্ষার্থী চাহিদা অনুযায়ী বই না পাওয়ার অভিযোগ করেন অভিভাবক ও শিক্ষার্থীরা।

বুধবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোতে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।


বিজ্ঞাপন


thumbnail_IMG_20250101_140559

এর মধ্যে প্রাথমিকের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির এবং মাধ্যমিকের সপ্তম শ্রেণির বই বিতরণ করা হয়।

নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। তবে যেসব শিক্ষার্থী বছরের প্রথম দিন নতুন বই পায়নি তারা কিছুটা মন খারাপ করেছেন। তবে কর্তৃপক্ষ জানান যারা বই পায়নি আগামী ১৫ দিনের মধ্যে তাদের হাতে বই তুলে দেওয়া হবে।

আরও পড়ুন

চাঁদপুরে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিকের নতুন বই বিতরণ

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী জানান প্রাথমিকের ৮০ শতাংশ বই তারা পেয়ে গেছেন। প্রাথমিককে এ বছর জেলায় ৯ লাখ বইয়ের চাহিদা রয়েছে। তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই আসেনি। আগামী ১৫ দিনের মধ্যে বাকি সব বই হাতে পাবেন।

thumbnail_IMG_20250101_140526

অপরদিকে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান, এখন পর্যন্ত শুধুমাত্র সপ্তম শ্রেণির বই বিতরণ করা হয়েছে। জেলা এ বছর বইয়ের চাহিদা রয়েছে ২৯ লাখ ৫৬ হাজার ৭৬৭টি বই। এর বিপরীতে বই জেলায় এসেছে ৭৯ হাজার ৮৪২টি বই। তবে বাকি শ্রেণির বই কবে আসবে এখনও জানাতে পারেননি তিনি।

এদিকে শিক্ষকরা জানান, আগামী ৫ তারিখ থেকে পুরোদমে শুরু হবে পাঠদান কার্যক্রম।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর