সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নতুন বছরে জেলা প্রশাসনের উপহার

কক্সবাজারে পর্যটকদের সেবা বাড়াবে ‘ভ্রমণিকা’ অ্যাপ

জেলা প্রতিনিধি, কক্সবাজার 
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪, ১১:০১ পিএম

শেয়ার করুন:

কক্সবাজারে পর্যটকদের সেবা বাড়াবে ‘ভ্রমণিকা’ অ্যাপ

পর্যটন নগরী কক্সবাজারে প্রতি বছর লাখ লাখ পর্যটক ভ্রমণ করেন। তাদের নিরাপত্তা এবং হয়রানিমুক্ত ভ্রমণ নিশ্চিত করার জন্য নতুন উদ্যোগ গ্রহণ করেছেন জেলা প্রশাসন। কক্সবাজার জেলাবাসী ও ভ্রমণপিপাসু পর্যটকদের জন্য ইংরেজি নববর্ষের উপহার হিসেবে ‘ভ্রমণিকা’ অ্যাপ তৈরি করা হয়েছে।

এই অ্যাপটিতে কক্সবাজারের দর্শনীয় স্থান, আবহাওয়ার আপডেট, হোটেল, মোটেল, রিসোর্ট, পরিবহন কাউন্টার, ইভেন্টের তথ্য, জেলা প্রশাসনের পদক্ষেপ, কক্সবাজার সম্পর্কে ধারণা, লকার সার্ভিস, ব্যাংক-এটিএম, ড্যাঞ্জার জোন, ট্যুরিস্ট বাস এবং কিটকট চেয়ারসহ নানা তথ্য রয়েছে।


বিজ্ঞাপন


জেলা প্রশাসন বলছেন, পর্যটকদের ‘পার্সনাল ট্রাভেল গাইড’ হিসেবে তৈরি হয়েছে ‘ভ্রমণিকা’ অ্যাপ। এই অ্যাপে পর্যটকদের জন্য প্রয়োজনীয় সকল তথ্য এক জায়গায় রয়েছে। বলা চলে, কক্সবাজার ভ্রমণের জন্য এটি একেবারে হাতের মুঠোয়। সমুদ্রনগরী ভ্রমণের পরিকল্পনায় প্রথমেই প্রয়োজন আবাসন। কক্সবাজারের হোটেল, মোটেল, রিসোর্টের তথ্য এখানে সন্নিবেশিত রয়েছে। একজন পর্যটক কক্সবাজারের যে স্পট বা সৈকতের কাছাকাছি থাকতে চান, সে অনুযায়ী সহজেই হোটেল, মোটেল, রিসোর্ট খুঁজে নিতে পারবেন। পর্যায়ক্রমে সব হোটেল-মোটেলের তথ্যও অ্যাপে যুক্ত করা হচ্ছে। কক্সবাজার ভ্রমণের প্রয়োজনীয় যাতায়াতের তথ্যও রয়েছে।

কক্সবাজার ভ্রমণে এসে পর্যটকরা কোন কোন স্পটে যেতে পারেন, কীভাবে যেতে পারেন, কখন যেতে পারেন, সেখানে কী কী দেখার আছে, কী ধরনের রেস্টুরেন্ট আছে, কী কী রাইড বা একটিভিটি আছে—এসব তথ্য পাবেন এই অ্যাপে। প্রতিটি স্পটের দূরত্ব, গুগল ম্যাপ ডিরেকশন এবং প্রয়োজনীয় সতর্কতা নির্দেশনাও দেওয়া রয়েছে পর্যটকদের জন্য।

পর্যটকদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, প্রতিদিনের জোয়ার-ভাটার সময় ও আবহাওয়ার পূর্বাভাস তাৎক্ষণিকভাবে জানার ব্যবস্থা রাখা হয়েছে। সৈকতের বিপদজনক পয়েন্টের তথ্যও দেওয়া হয়েছে এখানে। এছাড়া যেকোনো জরুরি মুহূর্তে যোগাযোগের জন্য জেলা প্রশাসনের পর্যটন ম্যাজিস্ট্রেট, ট্যুরিস্ট পুলিশ, চিকিৎসক ও বিচ ভলান্টিয়ারদের ফোন নম্বর পাওয়া যাবে এই অ্যাপে। লাইফগার্ড সার্ভিস ও অ্যাম্বুলেন্সের ফোন নম্বরও সহজেই পাওয়া যাবে। এমনকি এই অ্যাপ থেকে সরাসরি কল করার ব্যবস্থাও আছে।

সৈকত ভ্রমণকালে ঘোড়ায় চড়া, বিচ বাইক রাইড, জেটস্কি রাইড, লকার সার্ভিস, ফটোগ্রাফি সহ যেকোনো সেবা কোথায় এবং কখন পাওয়া যাবে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে এই অ্যাপে।


বিজ্ঞাপন


কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ বলেন, জেলা প্রশাসন চেয়েছে এমন একটি অ্যাপ সবার হাতে তুলে দিতে, যেটি পর্যটকদের জন্য ওয়ানস্টপ সার্ভিসের দরজা উন্মুক্ত করবে। প্রথম সংস্করণে পর্যটকদের প্রয়োজনীয় তথ্য এতে সন্নিবেশিত হয়েছে। পর্যায়ক্রমে এই অ্যাপ থেকেই হোটেল, রেস্টুরেন্ট বা রাইডসহ সব অ্যাক্টিভিটি বুকিং করা যাবে।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, অ্যাপটিতে কক্সবাজারের পর্যটনের সব তথ্য রয়েছে। পর্যটকেরা মুহূর্তের মধ্যে অ্যাপ থেকে সেবা পাবেন। এতে তাদের ভ্রমণ আরও নিরাপদ ও আরামদায়ক হবে।

তিনি বলেন, এই অ্যাপে হোটেলের কক্ষ ভাড়া, গাড়ি ভাড়া, বিমান ভাড়া, বাস ভাড়া সহ সবকিছুর হালনাগাদ তথ্য থাকবে। এছাড়া হাসপাতালের জরুরি নম্বর, ট্যুর গাইড, লাইফগার্ডের তথ্যও পাওয়া যাবে। অ্যাপে কক্সবাজারের ম্যাপ থাকবে, যা দেখে পর্যটকরা তাদের অবস্থান এবং এক জায়গা থেকে অন্য জায়গার দূরত্ব নিশ্চিত করতে পারবেন। এতে পর্যটকরা আর হয়রানির শিকার বা প্রতারিত হবেন না। গুগল প্লে-স্টোর থেকে ‘ভ্রমণিকা’ অ্যাপটি ডাউনলোড করা যাবে। শিগগিরই অ্যাপটির পূর্ণাঙ্গ ভার্সন পাওয়া যাবে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর