শেরপুরের ভোগাই নদী থেকে ইজারা ছাড়া বালু উত্তোলনের দায়ে নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান চালানো হয়েছে। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ২৫টি মিনি ড্রেজার, ২টি ডাম্প ট্রাক, একটি ট্রাক এবং একটি স্কেভেটর জব্দ করা হয়। এছাড়াও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১৫টি স্থাপনা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ভোগাই নদীর কালাকুমা ও নাকুগাঁও ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
বিজ্ঞাপন
উপজেলা প্রশাসন জানায়, কালাকুমা এলাকায় জেলা প্রশাসন ইজারা দিলেও ইজারাদার শর্ত না মেনে নদীর তীর ভাঙছিল। শর্ত ভঙ্গ করার কারণে এখান থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপরও অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। এমতাবস্থায় মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানে বিজিবি এবং ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে গত সোমবার ভোগাই নদীর রাজাখালপাড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১২টি মিনি ড্রেজার ও ২০টি স্থাপনা ধ্বংস করে, পাশাপাশি এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
একইভাবে গত শুক্রবার কালাকুমা, তন্তর, ফুলপুর, নয়াবিলসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ২১টি মিনি ড্রেজার ও ৩২টি স্থাপনা ধ্বংস করা হয় এবং একজনকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
প্রতিনিধি/একেবি

