বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ঢাকা

বিএনপির দু’গ্রুপের ধাওয়া পালটা ধাওয়া, সাংবাদিক আহত

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪, ০১:০৩ পিএম

শেয়ার করুন:

বিএনপির দু’গ্রুপের ধাওয়া পালটা ধাওয়া, সাংবাদিক আহত

রাজশাহীর দুর্গাপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার খবর পাওয়া গেছে। এসময় আহত হয়েছেন স্থানীয় এক সাংবাদিক।

সোমবার (৩০ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মাড়িয়া পালি গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আহত সাংবাদিকের নাম মো. সাহেদ হোসেন রাজু। তিনি মুভি বাংলা টিভির ক্যামেরাম্যান হিসেবে কর্মরত রয়েছেন।

রাজু বলেন, বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে এক সাংষ্কতিক অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। সেখানে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে এমন খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে যাই। এরপর আমার ওপর অতর্কিত হামলা চালানো হয়।

আরও পড়ুন

নড়াইলে সাংবাদিক সজিবকে কুপিয়ে জখম

রাজুর অভিযোগ, কিসমত মাড়িয়া গ্রামের ছাদেরের ছেলে সাইদ, হাবলুর ছেলে আতিক, আদম আলীর ছেলে কুরবান আলী, মৃত লুতুর ছেলে জয়, মন্টুর ছেলে নাছিম আলী, আব্দুস ছালামের ছেলে জামিল উদ্দিনসহ বিএনপির ১০-১২ জন নেতাকর্মী তার ওপর হামলা চালান। মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হলে তিনি পড়ে যান। পরে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, গানের অনুষ্ঠানে দু’পক্ষের নেতাকর্মীর মাঝে উত্তেজনা তৈরি হয়। এসময় তাদের এক পক্ষ অপর পক্ষকে ধাওয়া করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু সেখানে হামলাকারীদের পাওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর