মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কোম্পানীগঞ্জে ইউপি সদস্যসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৫:০৮ পিএম

শেয়ার করুন:

কোম্পানীগঞ্জে ইউপি সদস্যসহ গ্রেফতার ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে অভিযান চালিয়ে জাহাঙ্গীর নামের এক ইউপি সদস্যসহ ৩ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে ৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে গ্রেফতার ব্যক্তিদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ভোরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিরা হলেন- চরহাজারী ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. জাহাঙ্গীর (৪৫), বান্দরবানের লামা উপজেলার জমির হোসেন (৬৮), কক্সবাজার উখিয়া উপজেলার ওসমান (২৮)।

আরও পড়ুন

২০ মণ শাপলাপাতা মাছ জব্দ, বিএনপির দুই নেতাসহ আটক ৯

অভিযান সূত্রে জানা গেছে, ইউপি সদস্য জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। জনপ্রতিনিধি হওয়ার কারণে কেউ তার এসব কার্যকলাপের প্রতিবাদ করতে পারতেন না। রোববার রাতে বান্দরবানের মাদক কারবারি জমির ও কক্সবাজারের উখিয়া উপজেলার ওসমান নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইয়াবা নিয়ে আসেন। গোপন সংবাদে তথ্য পেয়ে জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। এসময় ইয়াবা হস্তান্তরের সময় তাদের তিনজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯৬০ পিস ইয়াবা জব্দ করা হয়।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর