মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

ডাক শুরু ৫ হাজারে, সিলেটে এক কমলা বিক্রি ২ লাখে!

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৮:০৮ এএম

শেয়ার করুন:

loading/img

সিলেটের গোলাপগঞ্জে ওয়াজ মাহফিলে নিলামে একটি কমলা বিক্রি হয়েছে দুই লাখ টাকায়। কমলা নিলামে বিক্রির ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের গোঘারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসায় ওয়াজ মাহফিলে নিলামে এ কমলাটি বিক্রি হয়। 


বিজ্ঞাপন


স্থানীয় সূত্র জানায়, শনিবার ঘোগারকুল ইসলামীয়া মহিলা মাদরাসা মাঠে আয়োজিত ওয়াজ মাহফিলে অতিথি ছিলেন ভারত থেকে আগত আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানি (রহ.)। মাহফিল চলাকালে এলাকার এক প্রবাসী আছজাদ আল মাদানীকে (রহ.) খাওয়ার জন্য একটি কমলা দান করেন। এ সময় তিনি কমলাটি ওয়াজ মাহফিলে নিলাম করেন। সেই নিলামের ডাক শুরু হয় ৫ হাজার টাকা থেকে। নিলাম চলে প্রায় আধা ঘণ্টা পর্যন্ত। সবশেষ ওয়াজ মাহফিলে উপস্থিত থাকা আমেরিকার নিউইয়র্কের জামিয়াতুল উলুম মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ ইয়ামিন ২ লাখ টাকা দিয়ে কমলাটি কিনে নেন। এ টাকা মাদরাসার উন্নয়নে ব্যয় করা হবে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

ওয়াজ মাহফিলে উপস্থিত থাকা স্থানীয় বাসিন্দা নাদিম মাহমুদ বলেন, মাহফিলে প্রথমে পাঁচ হাজার টাকা দিয়ে একটি কমলার নিলাম ডাক শুরু হয়। ক্রমে সেটি বাড়তে থাকে। একপর্যায়ে এক লাখ টাকা ছাড়িয়ে যায়। এরপর ভাবা হচ্ছিল, সেটি আর তেমন বাড়ানো হবে না। পরে দুই লাখ টাকা পর্যন্ত ওঠে একটি কমলার দাম। গোলাপগঞ্জেরই এক বাসিন্দা যুক্তরাষ্ট্রপ্রবাসী নগদে টাকায় কমলাটি কিনে নিয়েছেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন