সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ নিয়ে বিএনপির উঠান বৈঠক ও শীতবস্ত্র বিতরণ

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:৪৫ পিএম

শেয়ার করুন:

‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ নিয়ে বিএনপির উঠান বৈঠক ও শীতবস্ত বিতরণ

বিএনপি ঘোষিত ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ তৃণমূল পর্যায়ে মানুষের মাঝে পৌঁছে দিতে তারেক রহমানের নির্দেশে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বিএনপির সাংগঠনিক সমন্বয়ক বজলুল করিম চৌধুরী আবেদ উপজেলার অসহায় শীতার্ত মানুষের মাঝে সপ্তাহব্যাপী শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।


বিজ্ঞাপন


রোববার (২৯ ডিসেম্বর) সকাল থেকে ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ তৃণমূল পর্যায়ে মানুষের মাঝে পৌঁছে দিতে উঠান বৈঠকের পাশাপাশি ২৩ স্থানে শীবস্ত্র বিতরণ করা হয়।

এসময় মুছাপুর ইউনিয়নের বাংলা বাজার এলাকার ওয়াছি উল্যাহ মাস্টার বাড়িতে উঠান বৈঠক শেষে শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সমন্বয়ক বজলুল করিম চৌধুরী আবেদ।

আরও পড়ুন

চোর, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের সংসদে পাঠাবেন না: ধর্ম উপদেষ্টা

উঠানে বৈঠকে বজলুল করিম চৌধুরী আবেদ বলেন, সাধারণ মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করে একটু শান্তিতে নিরাপদে থাকার জন্য। বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার মাধ্যমে তারেক রহমানের নির্দেশনায় আমরা সে লক্ষে কাজ করছি। জিয়াউর রহমান যেভাবে রাষ্ট্র সংস্কারের জন্য ১৯ দফা বাস্তবায়ন করে ও নিজে সাধারণ মানুষের সঙ্গে থেকে রাষ্ট্র মেরামত করেছিলেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, রাষ্ট্র সরকার করতে হলে শিক্ষাকে কারিগরিমুখী করতে হবে। কৃষকদের উৎপাদনের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, গত ১৫ বছর ধরে আমরা আন্দোলন সংগ্রাম করে লড়াই করেছি। আমাদের অনেক নেতাকর্মীরা ঘুম-খুন, জুলুমের শিকার হয়েছে। এখন আপনারা যদি মনে করেন আমরা ক্ষমতায় এসে গেছি এবং আমরা যদি ক্ষমতার অপব্যবহার করি তাহলে জনগণ আমাদেরকে ক্ষমা করবে না। তাই সাধারণ মানুষের মন জয় করে আমাদের ভোটে জিততে হবে।

thumbnail_1000152327

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার, সদস্য সচিব মাহবুবুর রহমান রিপন, তেজারত গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর শেখ মিনহাজ উদ্দিন, যুবদলের আহ্বায়ক ফয়জুল কবির ফয়সল, যুবদলের সদস্য সচিব মাজহারুল হক তৌহিদ, ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হক শাহজাহান প্রমুখ।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর