মানিকগঞ্জে বাড়ির সীমানা নির্ধারণের বিরোধের জেরে প্রতিবেশীর পিটুনিতে মোজাফর আলী (৫৫) নামের এক কৃষকে মৃত্যুর অভিযোগ উঠেছে।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের বৈলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত মোজাফর বৈলতলা গ্রামের মৃত হেকমত আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা য়ায়, প্রতিবেশী আব্দুর রহমানের সঙ্গে কৃষক মোজাফরের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। আজ দুপুরে প্রতিবেশী রহমান সীমানার খুঁটি তুলতে গেলে এসময় বাধা দেয় মোজাফর। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুর রহমান লোহার রড দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন মোজাফর আলী।
বিজ্ঞাপন
এ ঘটনার পরপরই প্রতিবেশী আব্দুর রহমানসহ তার পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিছে বলে জানা যায়।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোজাফরের মৃতদেহ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/এসএস