মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

ধান বোঝাই ট্রাকে মিলল ২৯ কেজি গাঁজা, কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬ পিএম

শেয়ার করুন:

ধান বোঝাই ট্রাকে মিলল ২৯ কেজি গাঁজা, কারবারি গ্রেফতার

ধান বোঝাই ট্রাকে গাঁজা পাচারকালে কারবারি মো. হেলাল উদ্দিনকে (৪৬) গ্রেফতার করেছে র‍্যাব-১৪।

গ্রেফতার হেলাল উদ্দিন শেরপুরের নকলা উপজেলার মধ্য কায়দা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।


বিজ্ঞাপন


শুক্রবার (২৭ ডিসেম্বর) র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এর আগে ২৬ ডিসেম্বর ময়মনসিংহের ফুলপুর উপজেলার আমুয়াকান্দা এলাকা হতে ২৯ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ হেলাল উদ্দিনকে (৪৬) গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

বাগেরহাটে ফেনসিডিল ও মদসহ যুবক গ্রেফতার

র‌্যাব জানায়, শেরপুরের নকলা উপজেলার মধ্য কায়দা গ্রামের হেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছিল। এরই জেরে হেলাল উদ্দিন ধান বোঝাই করা ট্রাকে করে মাদক পাচার করছে এমন তথ্য পান র‍্যাব-১৪। পরে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার আমুয়াকান্দা এলাকায় গিয়ে র‍্যাব-১৪, জামালপুরের একটি অভিযানিক দল, মাদক কারবারি হেলাল উদ্দিনকে (৪৬) ২৯ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। এসময় ১টি ট্রাক, ট্রাকে থাকা পৌনে ষোল টন ধান এবং নগদ ৫১ হাজার ৮০ টাকা জব্দ করা হয়।


বিজ্ঞাপন


1000063534

র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এ ঘটনায় ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর