বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

গরু চুরির অভিযোগে নির্মম নির্যাতন, চুন-বালু খাওয়ানোর পর যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৪৯ এএম

শেয়ার করুন:

loading/img

গরু চুরির অভিযোগে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক যুবককে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, যার মধ্যে চুন ও বালু মিশিয়ে পানি খাওয়ানোর ঘটনা রয়েছে। 

বুধবার (২৫ ডিসেম্বর) কাকুর বাজার এলাকায় এই ভয়াবহ ঘটনা ঘটে, যেখানে ৩৫ বছর বয়সী হেলাল মিয়া মারা যান এবং অপর একজন কিশোর গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্যাতনের পর হেলাল অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। পুলিশ ইতোমধ্যে ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছে।


বিজ্ঞাপন


উপজেলার রাধানগর গ্রামে মঙ্গলবার তাদের ওপর নির্যাতন চালানো হয়। গরু চুরির অভিযোগে দুইজনকে নির্যাতনের চার মিনিট সাত সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, এক যুবক ও এক কিশোরের হাত পেছনে বাঁধা। তাদের ঘিরে রেখেছে একদল মানুষ। হেলালকে মাটিতে ফেলে তার পিঠের ওপর বসে এক ব্যক্তি তার দুই পা উঁচু করে ধরে রেখেছেন, আরেকজন পায়ের পাতায় বেধরক পেটাচ্ছেন। 

পরে ওই ব্যক্তি হেলালের ঘাড়ের ওপর বসলে আরেকজন পায়ের পাতা ও শরীরের বিভিন্ন অংশে বাঁশ দিয়ে পেটাতে থাকেন।

ভিডিওতে দেখা যায়, আহত কিশোর হাঁটতেও পারছিল না। তবুও তাকে বাধ্য করা হয় লাঠি দিয়ে হেলালকে পেটাতে। এ সময় ভিডিওতে একটি লাল গরুও দেখা যায় এবং উপস্থিত জনতা গরু চুরির বিষয় নিয়ে আলাপ করছিলেন।


বিজ্ঞাপন


উপজেলার ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হাফিজ উল্লাহ বলেন, ‘গতকাল সকালে দুইজন চোর আটকের ঘটনা শুনেছি। পরে রাতে তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জেনেছিলাম। শুনেছি তাদের খুব মারধর করা হয়েছে, চুন-বালু মিশিয়ে খাওয়ানো হয়েছে। তাদের উদ্ধারে পুলিশ দুইবার গেলেও স্থানীয় বাসিন্দারা হস্তান্তর করেননি।’

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, ‘মঙ্গলবার দিনের কোনো এক সময় স্থানীয় বাসিন্দারা তাদের গরু চুরির অভিযোগে আটক করেন। ব্যাপক মারধরের পর একজনের মায়ের জিম্মায় দুইজনকে ছেড়ে দেয়। তাদের নিয়ে যাওয়ার সময় আবার আটকে আধা লিটার পানির বোতলে চুন ও বালু মিশিয়ে একজনকে জোর করে খাওয়ানো হয়।’

হেলালের স্বজনের বরাত দিয়ে তিনি বলেন, ‘বুধবার সকালেই হেলাল গুরুতর অসুস্থ হয়ে পড়েন, বমি করতে থাকেন। দ্রুত স্থানীয় হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সময়ে আহত আরেকজনকে তার স্বজনরা হাসপাতালে ভর্তি করেছেন।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের বিট পুলিশের কর্মকর্তা খবর পাওয়ার পর ঘটনাস্থলে যাওয়ার সময় স্থানীয়রা জানান যে বিষয়টি সমাধান হয়ে গেছে এবং স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাই আর ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করা হয়নি।’

‘ভিডিও দেখে ইতোমধ্যে আমরা দোষীদের শনাক্ত করে আটক করতে অভিযান শুরু করেছি। আশা করছি, দ্রুত জড়িতদের গ্রেফতার করা হবে,’ বলেন তিনি।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর