বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা লাঞ্ছিতের ঘটনায় আটক ৫

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৬ পিএম

শেয়ার করুন:

চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা লাঞ্ছিতের ঘটনায় আটক ৫

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


আটক ব্যক্তিরা হলেন- ইসমাইল হোসেন মজুমদার (৪৩), জামাল উদ্দিন মজুমদার (৫৮), ইলিয়াছ ভূইয়া (৫৮), আবুল কালাম আজাদ (৪৮) ও ইমতিয়াজ আব্দুল্লাহ সাজ্জাদ (১৯)।

রোববার দুপুরে ওষুধ কিনতে বাড়ির কাছের বাজারে যাওয়ার পর স্থানীয় জামায়াত কর্মী আবুল হাসেমের নেতৃত্বে ১০-১২ জন আব্দুল হাই কানুকে জুতার মালা পরিয়ে দেন।

আরও পড়ুন

ছিনতাই-ডাকাতি করে ওরা, অবশেষে অস্ত্রসহ ৫ জন ধরা

পুলিশ জানায়, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ৫ জনকে আটক করা হয়েছে। বাকিদের আটক করতে অভিযান অব্যাহত আছে।


বিজ্ঞাপন


অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, ওই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের না করায় পুলিশ আটক ব্যক্তিদের ৫৪ ধারায় আদালতে হাজির করবে। তারপর এটি নিয়মিত মামলা হবে।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু বলেন, সরকারের কাছে আমার আহ্বান যেন ন্যায়বিচার পাই। যদি তারা অপরাধীদের শাস্তি না দেয়, তাহলে ভবিষ্যতে তাদের এর জবাব দিতে হবে। আব্দুল হাই বর্তমানে ফেনীতে তার ছেলের সঙ্গে অবস্থান করছেন এবং সেখানে চিকিৎসা নিয়েছেন।

আবদুল হাই কানুকে লাঞ্ছিত করার ওই ঘটনার ভিডিও রোববার রাতে ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর