সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঝিনাইদহ ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭ এএম

শেয়ার করুন:

ঝিনাইদহ ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

ঝিনাইদহ ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে কলেজ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডার লে. জেনারেল মো. মাইনুর রহমান বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।


বিজ্ঞাপন


এসময় কলেজের অধ্যক্ষ লে. কর্নেল এসএম রাকিব ইবনে রেজওয়ান, ক্যাডেটদের অভিভাবক, যশোর এরিয়ার সেনা কর্মকর্তা ও বেসামরিক অফিসারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সমাপনী দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শন করা হয় কুচকাওয়াজ ও মিউজিক্যাল ডিসপ্লে। পরে বিভিন্ন ইভেন্টে ক্যাডেটরা অংশ নেয়। 

গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৯০ জন শিক্ষার্থী ৩৮টি ইভেন্টে বড় ও ছোট দলে বিভক্ত হয়ে অংশ নেয়। এ বছর চূড়ান্তভাবে বিজয়ী হয়েছে হুনাইন হাউজ।

প্রতিনিধি/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর