বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

নড়াইলে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭ পিএম

শেয়ার করুন:

loading/img

নড়াইলের লোহাগড়া উপজেলায় লাটা চাপায় চালকের সহকারী তাওফিক তালুকদার (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই দক্ষিণপাড়া গ্রামের কাঠের ব্রিজ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


লোহাগড়া থানা পুলিশের ওসি মো.আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত তাওফিক তালুকদার উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচপাশা গ্রামের টুটুল তালুকদারের ছেলে।

আরও পড়ুন

দীঘিনালায় গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই এলাকা থেকে একটি লাটা গাড়িতে (ইঞ্জিন চালিত অবৈধ যান) কাঠ বোঝাই করে লোহাগড়ার দিকে যাচ্ছিল। এসময় চালকের সহকারী ওই যুবক কাঠবোঝাই গাড়ির ওপরে বসে ছিলেন। প্রথিমধ্যে চাচই দক্ষিণপাড়া কাঠের ব্রিজ নামক এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই যুবক মারা যায়। এ ঘটনার পর গাড়ির চালক ও আরেক সহযোগী পালিয়ে যায়।


বিজ্ঞাপন


এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ওসি মো. আশিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন