সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঘন কুয়াশায় নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে একজন নিহত

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৭ এএম

শেয়ার করুন:

নাটোরে ৬ মালবাহী ট্রাকের সংঘর্ষ: একজন নিহত, আহত ৬

ঘন কুয়াশার কারণে নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে মো. হোসাইন (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন।

নিহত মো. হোসাইন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ নিন্তানন্দী এলাকার সিদ্দিক বিশ্বাসের ছেলে।


বিজ্ঞাপন


সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ছয়টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সদর উপজেলার ডাল সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন।

thumbnail_IMG_20241223_092200

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় ছয় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এক ট্রাকচালক নিহত হন। দুর্ঘটনায় পাঁচটি ট্রাক সড়কের ওপরে দুমড়ে-মুচড়ে যায়। এছাড়া একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। আহত হয়েছেন ট্রাকের চালকসহ অন্তত ছয়জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।


বিজ্ঞাপন


দুর্ঘটনার পর গাড়ি চলতে না পারায় সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। 

আরও পড়ুন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে দুই গাড়ির ধাক্কা, নিহত ১

হাইওয়ে পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান ঢাকা মেইলকে বলেন, ছয়টি মালবাহী ট্রাকের সংঘর্ষে মো. হোসাইন নামে একজন চালক নিহত হয়েছেন। এতে কমপক্ষে ৫/৬ জন আহত হয়েছেন। আহতদের পরিচয় জানার কাজ চলছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর