রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

আড়াই ঘণ্টা পর বোতাম কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৩২ পিএম

শেয়ার করুন:

loading/img
গাজীপুরে বোতাম কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা

গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকায় বোতাম তৈরি কারখানার আগুন আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। এ দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে উক্ত এলাকায় এম অ্যান্ড ইউ ট্রিমস্ নামে বোতাম তৈরির কারখানায় আগুন লাগে। আগুনে পুড়ে গেছে প্লাস্টিক পণ্য, কেমিক্যালসহ বিভিন্ন মালামাল।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে হঠাৎ করে কারখানার কেমিক্যাল গুদামে আগুন লাগে। মুহুর্তেই বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। ওইসময় কারখানার লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। কারখানার আশপাশে থাকা বসত বাড়ির লোকজন তাদের আসবাবপত্রসহ ঘরের বিভিন্ন জিনিসপত্র বাইরে নিরাপদে নিয়ে আসতে থাকে। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, বেলা ১টা ৪০ মিনিটে শ্রীপুর ফায়ার স্টেশনে প্রথমে খবর দেওয়া হয়। ১টা ৫৬ মিনিটে তাদের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। যেহেতু কেমিক্যাল ড্রামের বিস্ফোরণের খবর ছিল; তাই গাজীপুর চৌরাস্তার মডার্ণ ফায়ার স্টেশনের তিনটি, রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার স্টেশনের দু’টিসহ পাঁচটি ইউনিট ডাকা হয়। সবমিলিয়ে মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় বিকেল ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানায় প্রচুর কেমিক্যালের ড্রাম ছিল, আগুনের তাপে ড্রামগুলো ফুলে যাচ্ছিল। সেখান থেকে প্রচুর বিস্ফোরণও হচ্ছিল।

Fire-2

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও বলেন, আমরা আসার আগে ২/৩ জন আহত হওয়ার খবর পাই। পরে কারখানার ভেতর একজনের মরদেহ পেয়েছি। দেখে মনে হচ্ছে পুরুষ। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।


বিজ্ঞাপন


আগুন নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক বলেন, এখন ডাম্পিং এর কাজ চলছে। ডাম্পিং করতে সময় লাগবে।

আরও পড়ুন: শীতকালে আগুন লাগার ঘটনা বেশি ঘটে: ফায়ার সার্ভিস

এ ঘটনায় ফায়ার সার্ভিসের ডাম্পিংয়ের পর জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ । তিনি বলেন, এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের তল্লাশির পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

এএইচ /এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন