বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা দীর্ঘ সাড়ে ১৫ বছর ধরে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি, কিন্তু স্বৈরাচারী শাসনকে আমরা বিতাড়িত করতে পারিনি। তবে গর্বের বিষয় হলো, আমাদের সন্তানরা সেই কাজটি করতে সক্ষম হয়েছে। তাদের অবদান জাতি চিরকাল স্মরণ করবে। আমি তাদেরকে গভীর ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তায়ালার সাহায্যে তারা অসম্ভব কাজটি সফলভাবে বাস্তবায়ন করেছে। এমন সন্তান পেয়ে জাতি গর্বিত। ইনশাআল্লাহ, আগামী বাংলাদেশ তাদের হাতেই থাকবে।’
শনিবার (২১ ডিসেম্বর) মৌলভীবাজার জেলা জামায়াতের আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী সভাপতিত্ব করেন। সম্মেলনের সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মো. ইয়ামির আলী এবং সহকারী সেক্রেটারি হারুনুর রশিদ।
বিজ্ঞাপন
ডা. শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, ‘আমাদের আন্দোলনের বীর সৈনিকদের প্রতিরোধ ছিল দীর্ঘ ১৫ বছর, যেখানে স্বৈরাচারীরা দেশের অধিকারকে হরণ করেছিল এবং দেশকে গোরস্তান পরিণত করেছিল। তাদের অযৌক্তিক শান্তির দাবি ছিল, কিন্তু আমরা জানতাম, তাদের শান্তি ছিল কেবল কবরের মতো, যেখানে কোনো হাসি-কান্নার শব্দ শোনা যায় না।’
ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রতিবেশী দেশকে বলতে চাই, আপনাদের শান্তিতে থাকতে দিন, আমাদেরও শান্তিতে থাকতে দিন। আপনারা আমাদের বিষয়ে হস্তক্ষেপ করবেন না, নিজেদের আয়নায় চেহারা দেখুন।’
এ সময় জামায়াতে ইসলামীর আমীর আরও বলেন, ‘আমরা দেশের মঙ্গলেই সংগ্রাম করেছি। আমাদের শীর্ষ ১১ নেতাকে খুন করা হয়েছে, অফিসগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, বাড়িঘর ধ্বংস করা হয়েছে, নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু তবুও আমরা দেশের জন্য সংগ্রাম চালিয়ে গেছি।’
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা কোনো অনৈতিক পথ বেছে নিইনি। চাঁদাবাজি কিংবা দখল করার পথ আমরা হারাম মনে করি। আমরা ধৈর্য্য সহকারে দেশ গড়তে চলেছি।’
বিজ্ঞাপন
ডা. শফিকুর রহমান মৌলভীবাজারের অবকাঠামোগত উন্নয়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এ জেলার মানুষ কি অপরাধ করেছে যে এখানে কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং বা কৃষি বিশ্ববিদ্যালয় নেই?’ তিনি সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের অবদানের কথা উল্লেখ করে বলেন, ‘এই জেলার কৃতী সন্তান ছিলেন একজন প্রখ্যাত অর্থনীতিবিদ। আমরা চাই, সরকারের কাছে মৌলভীবাজারে উন্নয়ন বরাদ্দ দেয়া হোক।’
সমাবেশ শেষে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান মৌলভীবাজার জেলার বিশিষ্টজনদের সাথে মতবিনিময় করেন।
প্রতিনিধি/একেবি